শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণঢ্য রেলী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের সভাপতিত্বে ও সরকারি যুব উন্নয়ন অফিসার মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫(শাহরাস্তি–হাজিগঞ্জ) গনমানুষের নেতা মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনূল হক বকাউল।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদুল আলম, মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান, পরিসংখ্যন অফিসার অণামিকা ভদ্র, কৃষি কর্মকর্তা, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন, পল্লী বিদ্যূতের ডিজি এম মোঃ মোবারক হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে যুব ও যুব মহিলাদের মাঝে সনদপত্র এবং ১৯ জনের মাঝে ৯ লক্ষ ৯৫ হাজার টাকা বিতরন করা হয়।