শাহরাস্তিতে কে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া : শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কাইথড়া( আহমদ নগর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৬ অক্টোবর বুধবর সকালে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের নেতা সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগ এর সভাপতি ডাক্তার নিমাই চন্দ্র পালের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেন শান্তুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান বিএসসি, সহকারী শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন, উক্ত অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, স্বাগত বক্তব্য রাখেন সৌদি প্রবাসী চাঁদপুর জেলা আওয়ামীলগের সাবেক সভাপতি এম শফিউল্লাহ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহয়ক মোঃ রফিকুল ইসলাম রায়হান জেলা পরিষদের১৩নং সদস্য মোঃ তুহিন খাঁন,৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সমাজসেবক মোঃ জয়নাল আবদীন, সুুুমন আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মোগল, আওয়ামী যুবলীগ নেতা কুতুব উদ্দিন সোহাগ পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শহীদুল্লাহ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভিন আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কমিটির সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ সজিব হোসেন, গীতা পাঠ করেন ডাঃ নিমাই চন্দ্র পাল।জানা গেছে শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় এ বিদ্যালয় সহ ১৩ টি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম পি এতে সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।