ডেস্ক রিপোর্ট : ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কৌশানী মুখার্জি। এই প্রথম বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘প্রিয়া রে’। সিনেমায় তার নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শান্ত খান। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। পূজন মজুমদার পরিচালিত এই সিনেমায় কৌশানীকে দেখা যাবে চেয়ারম্যানের মেয়ের ভূমিকায়। এতে আরও অভিনয় করছেন রজতাভ দত্ত ও খরাজ মুখার্জি। গত ক’দিন ধরে চাঁদপুরে এই সিনেমার শুটিং চলছে।
এর আগেও বাংলাদেশের অনেক সিনেমায় প্রস্তাব পান কলকাতার এ অভিনেত্রী। কিন্তু সেসব প্রস্তাব নানা কারণে ফিরিয়ে দিয়েছেন। তবে অবশেষে বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। কী কারণে রাজি হলেন ছবিটি করতে। শুটিং সেটে মানবজমিনের সঙ্গে আলাপকালে কৌশানী বলেন, আমাদের ওখানকার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের হাত ধরে কলকাতায় ক্যারিয়ার শুরু করি আমি। তারপর বাংলাদেশে কাজের প্রস্তাব পেয়েছি অনেক। কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া উচিত। আমার মনে হয় এটাই আমার সঠিক সময় ছিল। আর এই সময়টাই বেছে নিয়েছিলাম বাংলাদেশের কাজটাকে হ্যাঁ বলবো। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম ভাইয়ের সঙ্গে সম্পর্কটা যথেষ্ট ভালো। দাদা-বোনের সম্পর্ক। দাদাকে আমি খুবই সম্মান করি। আমার মনে হয় আমার বাংলাদেশে অভিষেক দাদার হাত ধরে হলে তার থেকে আর বড় কিছু হবে না। কাজের অভিজ্ঞতাও দারুণ হচ্ছে উল্লেখ করে কৌশানী আরও বলেন, খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। এখানে কাজ করে খুব ভালো লাগছে। কারণ অন্য ধারার একটা কাজ। অন্য চরিত্র আর নতুন অভিজ্ঞতা। স্ক্রিপ্ট, দৃশ্যধারণ সবকিছু কলকাতার থেকে আলাদা। খুবই এনজয় করছি। নতুন কিছু শিখছি এ সিনেমার মাধ্যমে। এদিকে, সবশেষ সামনে বাংলাদেশের সিনেমায় নিয়মিত অভিনয় করার কথাও উল্লেখ করেন এই নায়িকা।