স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। লাকসামের প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার নামে নানা রকম দুর্নীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম। তার অদক্ষ ব্যবস্থাপনায় স্বাস্থ্য সেবার নামে হয়রানির কেন্দ্রস্থল হয়ে গেছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, আন্তঃবিভাগ এবং বহিঃর্বিভাগের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম লাকসামে স্বাস্থ্যখাতের ইতিহাসে ডাঃ নাজিয়া বিনতে আলমের সর্বনি¤œ অর্জন। স্থানীয় জানা যায়, এই স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্যপট একেবারে পাল্টে দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম। তিনি এখানে যোগদানের পর থেকে হাসপাতালে রোগীদেও ভেজালযুক্ত খাবার-দাবার দিচ্ছে। পরিস্কার-পরিচ্ছন্নতা, ফুল-ফলাদির বাগান সৃজনের মাধ্যমে পরিবেশের উন্নয়নসহ নানামূখী সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে সরকারী অর্থ হাতিয়ে নিচ্ছে। তাছাড়া রাত অবধি এই কর্মকর্তাকে হাসপাতালে জাল জালিয়াতি কাজে কর্মব্যস্ত সময় পার করছে। ডাঃ নাজিয়া বিনতে আলম তার দুর্নীতি ও অপকর্ম ধাপাচাপা দিতে কিছু নামধারী সাংবাদিক ও সন্ত্রাসকে মাসিক ভিত্তিতে ভাড়া রাখছে। তিনি বিএনপি পরিবারের লোক হলেও নিজেকে আওয়ামী লীগ দাবি করছে।লাকসাম উপজেলায় অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রতিমাসে বড় অংকের অবৈধ টাকা নিয়ে পরিচালনা করার সুযোগ দিচ্ছে ডাঃ নাজিয়া বিনতে আলম।