মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া :শাহরাস্তি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক শাহরাস্তির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১৩-অক্টোবর) বিকেলে শ্রী শ্রী মেহার কালীবাড়ি হরিসভায় স্থাপিত দুর্গা উৎসবের এ পূজা মন্ডপ তিনি পরিদর্শন করেন। ওই সময় আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সম্মুখে বক্তব্য প্রদান করেন, তিনি সকল ধর্মের মানুষকে সহিংসতা পরিহার করে সহিষ্ণুতার পরিচয় দিয়ে ধর্ম পালনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ সকল ধর্মের মানুষের ধর্ম চর্চার অধিকার রয়েছে বলে তিনি বক্তব্য প্রদান করেন। তিনি সবাইকে আইন শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানায়।এছাড়াও উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ (পিপিএম বার),চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোঃ আমজাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নান, চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল চন্দ্র ঘোষ, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো মাসুদ রানা, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক ডাক্তার কমল চক্রবর্তী, গোপাল জিওর আখড়ার সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র দাশ ( মাধু) পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।