ডেস্ক রিপোর্ট : করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। তবে চলতি বছরের শুরু থেকে টুকটাক কাজ শুরু করেন তিনি। এরইমধ্যে তিনি কণ্ঠ দেন কয়েকটি নতুন গানে। পাশাপাশি টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানেও অংশ নেন। লিজা বছরজুড়েই দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন। তবে গত প্রায় দুই বছর ধরেই শো থেকে দূরে রয়েছেন তিনি। বিশেষ করে বিদেশের মাটিতে এই সময়ে পা দেয়ারই সুযোগ হয়নি মহামারির তাণ্ডবের কারণে। তবে এবার করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দীর্ঘ সময় পর বিদেশে পাড়ি দিলেন লিজা। ২৭শে সেপ্টেম্বর আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। প্রায় এক মাসেরও বেশি সময়ের এই সফরের উদ্দেশ্য কেবলই ঘোরাঘুরি। এবার কোনো স্টেজ শো করছেন না এ গায়িকা। পুরো সময়টাই নিজেকে দেবেন। জানা গেছে, সব ঠিক থাকলে আগামী মাসে দেশে ফিরবেন তিনি। লিজা বলেন, আমেরিকায় অনেক দিন বাদে আসলাম। বেশ সুন্দর সময় অতিবাহিত করছি। আসলে গত দুই বছর করোনার কারণে বেশির ভাগ সময় আমি বাসাতেই থেকেছি। তাই একঘেয়েমির একটা ব্যাপার চলে এসেছিল। এবার সময় ও সুযোগ দুটোই ব্যাটে-বলে মিলে গেল, তাই এখানে চলে আসলাম। আশা করছি বাকি দিনগুলোও ভালোভাবে কাটিয়ে দেশে ফিরতে পারবো। এদিকে, বেশ অল্প সময়ে বেলাল খান ও লিজার গাওয়া ‘পাখি’ গানটি ইউটিউবে ১৬ মিলিয়ন দর্শক উপভোগ করেছেন। এরইমধ্যে গানটির একটি অ্যাকুস্টিক ভার্সনও প্রকাশ করেছেন লিজা। নতুন গান প্রসঙ্গে এ শিল্পী বলেন, আমেরিকায় আসার আগেই কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছি। নিজের মনের মতো গান হয়েছে। তবে ভিডিও ধারণের কাজ বাকি আছে। দেশে ফিরেই হয়তো মিউজিক ভিডিওর কাজ শেষ করবো। গানগুলো আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।