চট্রগ্রাম প্রতিনিধিঃ জামায়াত নেতা নাঙ্গলকোট পৌরসভার খান্নাপাড়া গ্রামের মোঃ শাহাদাত হোসের মেয়ের বিয়ের অনুষ্ঠান হয় চট্রগ্রাম কুলসি কনভেনশন হলে । সেখানে নাঙ্গলকোটের আওয়ামী ঘরানার লোকের উপস্থিতি বেশী লক্ষ্য করা গেছে । বিশেষ করে যাদের দেখা গেছে তারা হলেন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের সহকারী একান্ত সচিব কে এম সিং রতন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সামসুদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সদস্য সচিব আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের শীর্ষ কয়েক নেতা সহ ছাত্র লীগের অনেক শীর্ষ নেতা । বিএনপির নেতা সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া’ও উপস্থিত ছিলেন । শাহাদত জামায়াত পন্থী হলে সখ্যতা রাখেন আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় এসব নেতাদের । ভোজন বিলাসি শাহাদত স্ত্রী’র হাতের তৈরি খাবার খাওয়ার সময় ফেসবুকে লাইভ করে দেখান । আর আওয়ামী লীগের এসব নেতারা মাঝে মাঝে তার স্ত্রী’র তৈরি করার খাবারের লোভে মাঝে মাঝে বাসায় গিয়ে উঠতে ভুল করেন না ।অবশ্যই শাহাদত তার প্রতিদানও পেয়ে থাকেন । গত বছর দেড়েক আগে তার মেয়েকে নিয়ে একটা সমস্যা দেখা দিলে শাহাদত তার স্ত্রী আসমা শাহাদতকে বাদী করে পাহাড়তলী থানায় একটা পণ্যগ্রাফি ও ডিজিটাল আইনে মামলা করেন । সেই মামলায় শাহাদাতের দাবি পূরণ সাপেক্ষে নিষ্পত্তি হয় । সেটাও মিটমাট করেন আওয়ামী লীগ নেতারা ।তবে শাহাদত জামায়াত ঘরানার লোক হলেও চট্রগ্রামস্থ নাঙ্গলকোট সমিতির সেক্রেটারির দায়িত্বে আছেন দীর্ঘ সময় ।এ মিলন মেলায় আওয়ামী নেতাদের উপস্থিতি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে তৃণমূলে । তারা বলেন, আমরা খাইলে গুনা, আর নেতারা খাইলে ধুনা অর্থাত্ শাস্তি ।