কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে আল-বারাকা মডেল হাসপাতালে ভূল চিকিৎসায় শেফালী বেগম নামে তিন সন্তানের জননী নিহতের ন্যায় বিচারের দাবীতে মানববন্দন করেছেন ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এসময় ভূল চিকিৎসায় নিহত শেফালী বেগমের হত্যাকারী আল-বারাকা মডেল হাসপাতালের ডাঃ গ্রীস চন্দ্র বিশ্বাস,জেনারেল ম্যানেজার আলহাজ্ আবুল কাসেম ও হাসপাতালের মালিক সোলেমান জামানের ফাঁসির দাবী ও কেরানীগঞ্জ মডেল থানার ওসি তদন্ত রমজানুল হক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়ার হয়রানী বন্দের দাবী করেছেন ভুক্তভোগী পরিবার। কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় শানিবার দুপুরে এ মানববন্দন অনুষ্ঠিত হয়। মানববন্দনে উপস্থিত নিহত শেফালী বেগমের বড় ছেলে মোঃ সুরুজ শিকদার জানান,গত ৩জুলাই তার মা শেফালী বেগমকে বাম হাতের টিউমার অপারেশনের জন্য কদমতলী গোলচত্বর এলাকায় আল-বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই তাকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।এসময় তার মায়ের বাম হাত অবশ না করে তারা তার সারা শরীর অবশ করে ফেলেন। এতে দীর্ঘ সময় তার মায়ের জ্ঞান ফিরে না আসলে তারা দ্রæত তার মাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করেন। গত ১১ জুলাই সকালে হাসপাতাল কতৃপক্ষ সুরুজ সিকদারকে মায়ের মৃত্যুর খবর জানান। পরবর্তীতে সুরুজ সিকদার নিজে বাদী হয়ে আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালত পিবিআই এর কাছে তদন্তের জন্য প্রেরন করেন। মামলার আসামীগন মামলার খবর জানতে পেরে মামলাটি প্রত্যাহারের জন্য তাদেরকে নানাভাবে হুমকী ধামকী প্রদান করে সমজোতার চেষ্টা করেন। মায়ের হত্যাকারী হাসপাতাল কতৃপক্ষের সাথে আপোষ না করায় গত ২৬জুলাই আল-বারাকা হাসপাতালের ম্যানেজার আবুল কাশেম বাদী হয়ে তাদের বিরুদ্ধে উল্টো একটি মিথ্যা মামলা দায়ের করে বিভিন্ন ভাবে হয়রানী করছেন। এ ব্যাপরে হাসপাতালের মালিক সোলাইমান জামান ভূল চিকিৎসায় শেফালী বেগম নিহতের কথা অস্বীকার করেন।