তৌকির আহাম্মেদ হাসু জামালপুর প্রতিনিধি : করোনা,মাদক ও ইভটিজিং মুক্ত শান্তিপুর্ণ শারদীয় দূর্গা পূজা পালন করতে চাই বলে মন্তব্য করেছেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা।তিনি আরোও বলেছেন, শান্তিপুর্ণ শারদীয় দূর্গা পূজা পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতার জন্য দু-হাত বাড়িয়ে রেখেছি।সর্বস্তরের মানুষও যেন দু-হাত বাড়িয়ে সহযোগীতা করেন এ প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভা কক্ষে আসন্ন শারদীয় দূর্গা পূজা যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভার সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা এ সব কথাগুলো বলেন।উক্ত সভায় বক্তব্য রাখেন-সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,সহকারী কমিশনার(ভূমি) ফাইযুল ওয়াসিমা নাহাত,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,পোগলদিঘা ইউপি চেয়ারম্যান শামস উদ্দিন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রমেশ চন্দ্র সুত্রধর,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি নিখিল চন্দ্রপাল,সাধারণ সম্পাদক সনজিৎ প্রসাদ সাহা জগ,সরিষাবাড়ীর বিভিন্ন পূজামন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।উল্লেখ পূজা মন্ডপে সরকারী নির্দেশা স্বাস্থ বিধি মেনে এবার সরিষাবাড়ী উপজেলায় ৪৩ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।