তৌকির আহাম্মেদ হাসু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২১ ইং উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী থানার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন-সরিষাবাড়ী থানার ওসি তদন্ত আব্দুল মজিদ,তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচাজ আব্দুল লতিফ,বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য রমেশ চন্দ্র সুত্রধর, সরিষাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সনজিৎ প্রসাদ সাহা(জগ),সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ও আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মো: আবুল হোসেন,সোনাকান্দর দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক কুবের চন্দ্র বর্মন, সাইনচের পাড় দূর্গা মন্দিরের সভাপতি শংকর চন্দ্র রায়, ঝালু পাড়া দূর্গা মন্দিরের সভাপতি পুলিশ লাল চৌধুরী,ভবানীপুর দূর্গা মন্দিরের সভাপতি আনন্দ মোহন শীল প্রমুখ। মতবিনিময় সভাটি পরিচালনা করেন বাংলাদেশ পুজা উদযাপন কমিটি জামালপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মন্টু লাল তেওয়ারী।মতবিনিময় সভার আয়োজন করায় সরিষাবাড়ী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক কে স্বাগত জানান।