তৌকির আহাম্মেদ হাসু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরাবাদ ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী ছামিউল হক খান তার গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন।গত মঙ্গলবার বিকালে তিনি বড়বাড়ীয়া বটতলা মোড়ে মতবিনিময় সভার আয়োজন করেন। ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছাইফুল ইসলাম, ইউপি সদস্য বেলায়েত হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য আশেক মেম্বার , ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম,নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ছামিউল হক খান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আঃ কাদের মন্ডল, সদস্য ইউসুফ আলী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মুয়াজ্জেম হোসেন, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হুরমুজ আলী ৫ সহস্রাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।এ সময় নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী ছামিউল হক খান তার বক্তব্যে বলেন, আমি আপনাদের ঘরের ছেলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আমরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। এ ছাড়া এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে আমি পাশে ছিলাম এবং ভবিষ্যতেও একজন সেবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সমর্থন পেলে এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিলে আমি আপনাদের পাশে থেকে এলাকার জন্য কাজ করব।