স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা জেলার লাকসাম পৌর এলাকায় ১৯৭১ সালের রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনীর সদস্য আবুল খায়েরের ছেলে মাসুদুর রহমানের হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব লাকসাম ইউনিয়নের ফুলগাঁও গ্রামের রাজাকার, আল-বদর, আল-শামস আবুল খায়েরের ছেলে মাসুদুর রহমান প্রায় ১২বছর ধরে নিরীহ লোকজনদের নির্যাতন করে আসছে। ২০২১ সালের শুরুতে টিভি চ্যানেলে দায়িত্বরত এক জেলা সাংবাদিককে মারধর করে মাসুদুর রহমান। গত ৬ সেপ্টেম্বর দুপুরে বাইপাসে এক সাপ্তাহিক পত্রিকার সম্পাদক-প্রকাশকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করে মাসুদুর রহমান। গত ১৯ সেপ্টেম্বর লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে মাসুদুর রহমান কিল-ঘুষি মেরে আহত করে এক সাংবাদিককে, সিসি টিভির ভিডিও ফুটেজ যাতে সরবরাহ না করে সে ব্যবস্থাও করেছে মাসুদুর রহমান। মাসুদুর রহমান একজন রাজাকারের সন্তান হলেও সে নিজেকে আওয়ামীলীগের লোক বলে পরিচয় দিয়ে আসছে। তার অত্যাচারে স্থানীয় জনগণ অতিষ্ট, তাই মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, ২০১১ সালে লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক প্রতিবেদনে ১৯৭১ সালের রাজাকার, আল-বদর, আল-শামস এর তালিকায় মাসুদুর রহমানের পিতা আবুল খায়ের এর নাম ১১ নম্বরে রয়েছে, তার দাদার নাম মৃত আবদুল গফুর। প্রশাসন রাজাকারের ছেলে মাসুদুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দাবি জানাচ্ছে স্থানীয় জনগণ।