তৌকির আহাম্মেদ হাসু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর স্যানেটারী, মোজাইক ও টাইলস শ্রমিক ইউনিয়নের ২৫০ জন অসহায় শ্রমিকদের মাঝে ছাতা-গেঞ্জি বিতরণ করা হয়েছে।এই উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে শহরের গেটপাড়স্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। স্যানেটারী, মোজাইক ও টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন তালুকদার খসরু,বিশেষ অতিথি জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি মশিউর রহমান বাবু, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চিশতী,দালান নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাহার আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান। প্রধান অতিথি জামালপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন তালুকদার খসরু বলেন, বাহিরের কোন অনুদান ছাড়া শুধু সংগঠনের টাকায় অসহায় শ্রমিকদের মধ্যে ছাতা- গেঞ্জি বিতরণ এটা একটি মহতি উদ্যোগ।সচারাচর কোন সংগঠকে এসব ভাল কাজ করতে দেখা যায়না।তাই তিনি সংগঠটির উন্নতি কামনা করছেন। এছাড়া তিনি শ্রমিকদের মধ্যে বিবেদে নাজড়িয়ে কাঁধে কাধঁ মিলিয়ে কাজ করার আহবান জানান। সংগঠনের পক্ষথেকে ২৫০ জন শ্রমিকদের মধ্যে ছাতা ও গেঞ্জি বিতরণ করা হয়।এর আগে অনুষ্ঠানের অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়।স্যানেটারী, মোজাইক ও টাইলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনায় করেন।