স্টাফ রিপোর্টার: জয়নাল আবেদিন ভূঁইয়া’র পরিশ্রমের হাতেগড়া প্রতিষ্ঠান হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ ধ্বংসের অপচেষ্টা চলছে । সম্প্রতি, ছাত্রদের উসকিয়ে অধ্যক্ষ মীর জাহাঙ্গীরের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে । আহত অধ্যক্ষ ইন্ধন দাতা হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আবূ ইউসুফের নাম বলেছেন । তিনি বিপদগামী ছাত্রদের দিয়ে কলেজ আঙিনার পরিবেশ নষ্ট করাচ্ছে । প্রতিদিন মিছিল মিটিং হচ্ছে । আর এ মিছিল মিটিংয়ে বহিরাগতদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে । ভয়ে নীরিহ ছাত্রছাত্রী কলেজে আসা বন্ধ করে দিয়েছে । ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এইভাবে বিশৃঙ্খল পরিবেশ চলতে থাকলে অচিরেই কলেজ ধ্বংস হয়ে যাবে । উসকানিদাতা হিসেবে চিহ্নিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ চেয়েছিলেন কলেজের গভর্নিং বডিতে থাকতে । ব্যর্থ হয়ে ধ্বংসের নীল নকশা আঁটছে ।উল্লেখ্য, কলেজের গভর্নিং বডির সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল হাশেম , সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলী হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান হক, বর্তমান চেয়ারম্যান নাজমুল হাসান বাসির । সবাই আওয়ামী লীগ নেতা । এছাড়া অধ্যক্ষ মীর জাহাঙ্গীর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক । এর আগে তিনি দীর্ঘ সময় মৌকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ।ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ একই ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা । স্থানীয় রাজনীতির আভ্যন্তরীণ কোন্দলে উল্লেখিত নেতাদের প্রতি প্রতিহিংসা পরায়ন হয়ে আবু ইউসুফ ছাত্রদের উসকিয়ে প্রতিশোধের নেশায় প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এলাকাবাসী বলাবলি করছেন ।