ডেস্ক রিপোর্ট : ১২ সেপ্টেম্বর রোববার টরন্টোর থমসন মেমোরিয়াল পার্কের সবুজ ছায়া ঘেরা চত্বরে কানাডায় অবস্থানরত চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত হয়।করোনাজনিত বিধিনিষেধের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অনুষ্ঠিত এ পিকনিক চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের এক মিলনমেলায় পরিণত হয়। প্রায় তিন জেনারেশনের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারাদিন ধরে মেতে উঠেছিলেন হাজারও স্মৃতিচারণা আর আড্ডায়।চট্টগ্রাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডার সভাপতি মো. আওরঙ্গজেব চৌধুরীর স্বাগত ভাষণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম চৌধুরী (সাইফুল) পরিবেশিত দেশীয় নানান মুখরোচক খাবার আগত অতিথিদের ব্যাপক প্রশংসা লাভ করে। দিনভর আয়োজিত বিভিন্ন খেলাধুলায় সব বয়সীদের অংশগ্রহণ সার্বিক সময়টাকে আনন্দমুখর করে তোলে।আয়োজক কমিটির সদস্য ব্যারিস্টার রেজোয়ান রহমান, তেনজিনা এমদাদ (নুপুর), ওবাইদুর রেজা, এমদাদ হোসেন চৌধুরী, মুনিরা সুলতানা (মিলি), আজম মিয়া, আনোয়ারুল হাকিমসহ (আরজু) অন্যদের নিরলস প্রচেষ্টায় আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত সবাই দারুণভাবে উপভোগ করেন।অন্টারিও প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম অনুষ্ঠানে উপস্থিত থেকে আগত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন।